Sammilani Teachers' Training College
info@sammilanittc.net +91 33 24264743
Admin Login


 ABOUT THE SEMINAR 

একবিংশ শতাব্দীর মাতৃভাষা বিশ্বে আজ নতুন দিগন্ত খুলে দিয়েছে। মাতৃভাষা তার ডানা মেলে মহাবিশ্বে নানাস্থানে নানা ভাবে বিরাজ করছে। এরকম এক বিশেষ সময়ে মাতৃভাষা তথা আমাদের এই বাংলা ভাষা তার সুপ্রাচীন গৌরব নিয়ে শিক্ষা ও পঠন-পাঠনে তার বিভিন্ন প্রায়োগিক দিক নানা কৌশলে সুপরিকল্পিতভাবে সুব্যবহার করার রাস্তা খুলে রেখেছে। তথাপি এই মাতৃভাষাই এখনো বহু মানুষের কাছে কিছু বিশেষ বিষয়ে বিশেষ কৌশলের সঠিক ভাবে প্রয়োগ না হওয়ায় আজও দুর্বোধ্য কিম্বা কোনো এক অজ্ঞাত কারণে বহু মানুষ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এইরকম এক মুহূর্তে সম্মানীয় আন্তর্জাতিক স্বনামধন্য মানুষজন তাঁদের সারা জীবনের সঞ্চিত অভিজ্ঞতার আলোকপূর্ণ বর্ণমালায় আলোকিত করবেন,  নতুন কিছু দিক নির্দেশন করবেন তাঁদের আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে। 

দিগন্তের পথিক আমরা সমৃদ্ধ হব তাঁদের অভিজ্ঞতার আলোকে। আপনাদের আন্তরিক উপস্থিতি (২৯শে ফেব্রুয়ারী, ২০২৪, সকাল ১১.০০ থেকে বিকেল ৪.০০টা) পূর্ণতায় পর্যবসিত করুক এই আন্তর্জাতিক আলোচনা সভা।

সম্পূর্ণ বিনামূল্যে নাম নথিভূক্ত করার জন্য আপনাকে জানাই আন্তরিক আহ্বান। 

 

আয়োজনে: সম্মিলনী টিচার্স ট্রেনিং কলেজ পাঠ চক্র (IQAC পরিচালিত) এবং দরদী

বিনামূল্যে নাম নথিভূক্ত করার জন্য:- 

https://forms.gle/o6dGyiYSDfRDWwjT7

Those who educate children well are more to be honored than parents, for these only gave life,those the art of living well.
--- Aristotle

Latest News and Events
Join our Newsletter
©2013 Sammilani Teachers' Training College. Powered by: Right Brains Technology